ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২১ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২৬ জুলাই ২০২৪   আপডেট: ১১:০০, ২৬ জুলাই ২০২৪
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২১ সেপ্টেম্বর

শ্রীলঙ্কায় ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। গণবিক্ষোভের মধ্যে ২০২২ সালে গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং পরে পদত্যাগ করেন। ওই বছরের জুলাই মাসে ক্ষমতা গ্রহণ করেন রনিল বিক্রমাসিংহে। ধারণা করা হচ্ছে, নির্বাচনের ফলে দেশটির আর্থিক খাতে বড় ধরনের সংস্কার হতে পারে।

আরো পড়ুন:

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে ১৫ আগস্ট।

ধরণা করা হচ্ছে, বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অবশ্য বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাসা এবং সংসদ সদস্য অনুরা কুমারা দিসানায়েও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়