ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

ইউক্রেন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৭ জুলাই ২০২৪   আপডেট: ১৭:৪৮, ২৭ জুলাই ২০২৪
ইউক্রেন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী আগস্ট মাসে ইউক্রেন সফরে যাচ্ছেন। ২০২২ সালে দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবার মোদি দেশটিতে যাচ্ছেন। সূত্রের বরাত দিয়ে শনিবার (২৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গত মাসে ইতালিতে জি-৭ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হয় মোদির। এরপরেই মোদির ইউক্রেন সফরের খবর প্রকাশ্যে এলো।

যুদ্ধ শুরুর পরে মোদি রাশিয়া সফর করেছেন। তবে এখনও ইউক্রেনে যাননি। মোদি আগস্টের তৃতীয় সপ্তাহে কিয়েভে যেতে পারেন।

সূত্রের তথ্যমতে, পোল্যান্ড হয়ে ইউক্রেনে যেতে পারেন মোদি। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে কথা বলতে পারেন। তবে শুধু মোদী নন, আকাশসীমা বন্ধ থাকায় যে রাষ্ট্রনেতারা ইউক্রেনে গিয়েছেন, তাদের পোল্যান্ড দিয়েই যেতে হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রী মোদি তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর জেলেনস্কি তাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

এই বছরের মার্চ মাসে জেলেনস্কির সঙ্গে ফোনে মোদি ভারত ও ইউক্রেনের সম্পর্ক জোরদারের বিষয়ে কথা বলেছেন। তখন চলমান সংঘাত কূটনৈতিক ও আলোচনার মাধ্যমে নিরসনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী মোদি বলেন, শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত তার সাধ্যের মধ্যে সবকিছু  করে যাবে।

এই মাসের শুরুতে দুদিনের সফরে রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন, সহিংসতার কোনো সমাধান যুদ্ধক্ষেত্রে পাওয়া যাবে না।

তিনি বলেন, ‘ভারত সর্বদা আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বসহ জাতিসংঘের সনদকে সম্মান করার আহ্বান জানিয়েছে। যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান নেই। আলোচনা এবং কূটনীতিই এগিয়ে যাওয়ার পথ।’

তবে মোদির সেই সফর মোটেও ভালোভাবে নেয়নি ইউক্রেন। উষ্মা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রও। ক্ষুব্ধ জেলেনস্কি বলেছিলেন, বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধীকে আলিঙ্গন করছেন।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়