ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

তাপপ্রবাহে পুড়ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ২৭ জুলাই ২০২৪   আপডেট: ১৭:০৮, ২৭ জুলাই ২০২৪
তাপপ্রবাহে পুড়ছে ইরান

প্রচণ্ড তাপপ্রাবাহে পুড়ছে ইরান। আর এ কারণে রোববার (২৮ জুলাই) ইরানজুড়ে ‘শাটডাউন’ ঘোষণা করেছে দেশটির সরকার। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা শনিবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৭ জুলাই) এক সরকারি ঘোষণায় বলা হয়েছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং শক্তি সংরক্ষণের জন্য রোববার দেশজুড়ে ব্যাংকসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

তবে জরুরি সেবা ও ত্রাণ সংস্থাগুলোকে এর আওতামুক্ত রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই ঘোষণায়।

এদিকে শনিবার দেশটির সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর কর্মঘণ্টাও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।

শুক্রবার থেকে চরম তাপপ্রবাহে পুড়ছে গোটা ইরান। রাজধানী তেহরানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। আগামী চারদিনেও এমন উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়