ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মধ্যমপাল্লার পারমাণবিক অস্ত্রের উৎপাদন পুনরায় শুরুর হুমকি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২৮ জুলাই ২০২৪   আপডেট: ১৮:১৩, ২৮ জুলাই ২০২৪
মধ্যমপাল্লার পারমাণবিক অস্ত্রের উৎপাদন পুনরায় শুরুর হুমকি পুতিনের

মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি বা ইউরোপের অন্যকোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে মধ্যমপাল্লার পারমাণবিক অস্ত্রের উৎপাদন পুনরায় শুরু করবে রাশিয়া। রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার এ হুমকি দিয়েছেন।

পুতিন সেন্ট পিটার্সবার্গে একটি নৌ কুচকাওয়াজের সময় বলেছেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের পরিকল্পনা করলে আমরা মাঝারি ও স্বল্প পরিসরে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র  উৎপাদনের একতরফা স্থগিতাদেশ থেকে নিজেদেরকে মুক্ত মনে করব।’

আরো পড়ুন:

পুতিন জানিয়েছেন, এখন রাশিয়ায় ‘এ ধরনের বেশ কয়েকটি ব্যবস্থার বিকাশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এগুলো মোতায়েন করার জন্য পাল্টা ব্যবস্থা নেব, ইউরোপে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র, তার স্যাটেলাইটগুলোর পদক্ষেপকে বিবেচনায় নিয়ে।’

মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ৫০০ থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে আঘাত হানতে সক্ষম। ১৯৮৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের স্বাক্ষরিত একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধের বিষয়টি উল্লেখ ছিল। অবশ্য ওয়াশিংটন ও মস্কো উভয়ই ২০১৯ সালে মধ্যমপাল্লার পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়