বাংলাদেশি ইউটিউবারের ভিডিও নিয়ে হৈচৈ ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে
বাংলাদেশি এক ইউটিউবারের ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনিমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
‘ডিএইচ ট্রাভেলিং ইনফো’ নামের ইউটিউব চ্যানেলে বাংলাদেশি ওই ব্যক্তিকে কীভাবে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে হবে সেই উপায় বলে দিতে দেখা গেছে। তার দাবি, এই পথ দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে কোনো কাগজপত্র, ভিসা বা পাসপোর্টের প্রয়োজন নেই। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় ভিডিওটি চিত্রায়িত হয়েছে। তিনি এটিকে ভারতে প্রবেশের স্থান হিসেবে চিহ্নিত করেছেন।
ভিডিওতে তিনি ভারতে যাওয়ার একটি রাস্তা নির্দেশ করে সতর্ক করে দিয়ে বলেছেন, এই পথটি দিয়ে গেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ধরা পড়ার শঙ্কাও রয়েছে। ভিডিওটিতে ভারতের বিএসএফ ক্যাম্প এবং দেশটিতে প্রবেশের জন্য ব্যবহার করা যেতে পারে এমন বেশ কয়েকটি টানেলও দেখানো হয়েছে।
ভিডিওর শেষে অবশ্য ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ না করার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন না করার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম ব্যবহারকারী অপরাজিতা দেশপান্ডে মন্তব্য করেছেন, ‘বিএসএফ কি এই বিষয়ে অবগত নয়? যদি একজন ইউটিউবার এই পথটি খুঁজে পেতে পারেন, তবে অবশ্যই অন্য সবাই এটি সম্পর্কে জানেন। সীমান্তে বিএসএফ কী করছে?’
পাঞ্চি নামে অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আসলে, কোনও ভিসা বা পাসপোর্টের প্রয়োজন নেই। একবার তারা টানেলের মধ্য দিয়ে গেলে, প্যান কার্ড এবং আধার কার্ড সহজেই পাওয়া যায়। আসুন, এগুলো সংগ্রহ করুন এবং আপনার ভোটের দায়িত্ব পালন করুন।’
ঢাকা/শাহেদ