ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিজবুল্লাহর হামলার প্রতিশোধ নিতে নেতানিয়াহুর পদক্ষেপের অনুমোদন মন্ত্রিসভায়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৯ জুলাই ২০২৪   আপডেট: ১৬:৪৬, ২৯ জুলাই ২০২৪
হিজবুল্লাহর হামলার প্রতিশোধ নিতে নেতানিয়াহুর পদক্ষেপের অনুমোদন মন্ত্রিসভায়

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রীকে কখন এবং কীভাবে হিজবুল্লাহর রকেট হামলার প্রতিশোধ নিতে হবে তা নির্ধারণ করার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।

শনিবার সন্ধ্যায় ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে হামলায় ১২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। এ ঘটনার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করছে ইসরায়েল। 

আরো পড়ুন:

রোববার হিজবুল্লাহর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যরা জরুরি অধিবেশনে বসেন। ঘন্টাব্যাপী বৈঠকের পরে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘মন্ত্রিপরিষদের সদস্যরা প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রতিক্রিয়ার পদ্ধতি ও সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন।’

এর আগে শনিবার নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছিলেন, হিজবুল্লাহর হামলার প্রতিশোধ নেওয়া হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়