ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

দেখিয়ে দেব: মমতা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ২৯ জুলাই ২০২৪   আপডেট: ২০:১০, ২৯ জুলাই ২০২৪
দেখিয়ে দেব: মমতা

দু’দিন আগে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে রাজধানী দিল্লি গিয়ে ‘বাংলা ভাগ’ বিতর্কে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভাতেও বিজেপি নেতাদের বঙ্গভঙ্গ সংক্রান্ত দাবিদাওয়ার প্রতিবাদে সুর চড়ালেন তিনি। বিধানসভাকে এড়িয়ে রাজ্যভাগের কথা বলা যাবে না, এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘আসুক বাংলা ভাগ করতে। দেখিয়ে দেব কী করে রুখতে হয়!’

উত্তরবঙ্গের বালুরঘাট কেন্দ্র থেকে জিতে উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পগুলোকে উত্তর-পূর্ব ভারতের প্রকল্পগুলোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত। এর থেকেই বঙ্গভঙ্গ সংক্রান্ত বিতর্কের সূত্রপাত। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে সুকান্তের বক্তব্য, ‘বাংলা ভাগের কোনো প্রশ্নই নেই!’

শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠকে বলার সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধ করে তার অপমান করা হয়েছে, এই অভিযোগ তুলে সোমবার বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনে তৃণমূল। এই নিন্দাপ্রস্তাবের প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বিজেপি। এর পরেই বিধানসভায় যান মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে ‘মাইক বন্ধ করে দেওয়া’ নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করার পরেই বঙ্গভঙ্গের প্রসঙ্গ তোলেন। 

মমতা বলেন, ‘ভোট চলে গেলেই ভাগাভাগি ইস্যুকে নিয়ে আসা হয়। এক জন বলছেন, মুর্শিদাবাদ-মালদহ ভেঙে দাও। কেউ বলছেন, অসমের তিনটি জেলাকে নিয়ে নতুন কিছু করো। কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করে দিতে বলছেন। চার মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ ভাগের কথা। আমি ধিক্কার জানাই। আসুক বাংলা ভাগ করতে, কী করে রুখতে হয় দেখিয়ে দেব।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়