হানিয়ার মৃত্যু বিশ্বকে আরও ভালো জায়গা করে তুলেছে: ইসরায়েলি মন্ত্রী
হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া
ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। আজ বুধবার তেহরানে স্থানীয় সময় ভোরে নিজ বাসভবনে এক দেহরক্ষীসহ নিহত হন তিনি।
হানিয়া ইসরায়েলের গুপ্তহত্যার হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছে হামাস। তবে ইসরায়েল এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বেশ কিছূ আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছে, তারা হানিয়ার মৃত্যুর বিষয়ে বিদেশি মিডিয়া প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাবে না।
বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েল হানিয়ার মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তবে দেশটির অতি ডানপন্থি কিছু রাজনৈতিক নেতা হানিয়ার মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছে। তাদের মধ্যে অন্যতম হলেন ইসরায়েলি হেরিটেজ-বিষয়ক মন্ত্রী আমিখাই এলিয়াহু।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে আমিখাই এলিয়াহু লিখেছেন, ‘হামাস নেতা হানিয়ার মৃত্যু বিশ্বকে একটি ভালো জায়গা করে তুলেছে।’
হানিয়াকে ইঙ্গিত করে ইসরায়েলি মন্ত্রী আরও লিখেছেন, ‘এই নশ্বরদের জন্য কোনো করুণা নেই। যে লৌহদৃঢ় হাত তাদের আঘাত করবে কেবল সেটিই শান্তি ও একটু স্বস্তি আনতে পারবে এবং যারা শান্তি চায়, তাদের সঙ্গে শান্তিতে বসবাস করার ক্ষমতাকে শক্তিশালী করবে।’
উল্লেখ্য, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার তেহরানে গিয়েছিলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ (বুধবার) ভোরে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা ঘটনা ঘটেছে। এতে হানিয়া এবং তার একজন দেহরক্ষী শহিদ হয়েছেন। হামলার কারণটি তদন্তাধীন এবং শিগগিরই ঘোষণা করা হবে।’
ইরানের বিশ্লেষকেরা হানিয়ার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। হামাসের একাধিক নেতাও ইসরায়েলকে দায়ী করেছেন।
হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেছেন, হানিয়ার ‘হত্যা একটি কাপুরুষোচিত কাজ। এবং অবশ্যই এর জবাব দেওয়া হবে।
/ফিরোজ/