মালয়েশিয়ায় ৫২ বাংলাদেশিসহ আটক ১১০ জন
মালয়েশিয়ার জোহর রাজ্যে ৫২ বাংলাদেশিসহ ১১০ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জিআইএম)।
নিউ স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, গত রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত এ অভিযান পরিচালনা করে রাজ্যের অভিবাসন বিভাগ।
আটকদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৬৫ বছরের মধ্যে।
জিআইএম জোহরের পরিচালক মোহাম্মদ রুশদি বুধবার ৩১ জুলাই এক বিবৃতিতে বলেছেন, ২৮ জুলাই শুরু হওয়া তিন দিনের অভিযানে ৫২ বাংলাদেশি পুরুষ, ২৫ ইন্দোনেশিয়ান পুরুষ ও নয়জন নারী, ১০ জন মিয়ানমারের পুরুষ ও দুই নারী, দুই পাকিস্তানি পুরুষ, ফিলিপাইন ও ভারতের চারজন পুরুষ, কম্বোডিয়ার একজন পুরুষ এবং নেপালের একজন নারীকে আটক করা হয়েছে।
তিনি জানান, অভিযানের সময় মোট ৭৯১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় মালয়েশিয়ায় প্রবেশের জন্য বিশেষ অনুমতি না থাকা, অতিরিক্ত অবস্থান করা এবং সামাজিক ভিজিট পাসের অপব্যবহার করার দায়ে মোট ১১০ বিদেশিকে আটক করা হয়েছে।
স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে জিআইএম। আটকদের সেটিয়া ট্রপিকা অভিবাসন অফিসে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত ও পরবর্তী পদক্ষেপের প্রক্রিয়া চলছে।
/ফিরোজ/