সবচেয়ে বড় আকারের বন্দি বিনিময় করলো যুক্তরাষ্ট্র ও রাশিয়া
স্নায়ুযুদ্ধের পর রাশিয়ার সঙ্গে সবচেয়ে বড় আকারের বন্দি বিনিময় করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরশকোভিচসহ চার মার্কিন নাগরিককে বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি দেওয়া হয়েছে।
তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বন্দি বিনিময় শুরু হয়েছে। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চারটি ইউরোপীয় দেশের মধ্যে বড় আকারের এই বন্দি বিনিময় চলছে। এই বন্দি বিনিময় চুক্তির আওতায় মোট ২৪ জন বন্দি মুক্তি পাবেন। এসব বন্দি রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং অন্যান্য তিনটি পশ্চিমা দেশে আছেন। এই চুক্তির আওতায় আট রুশ নাগরিককে মস্কো ফেরত পাঠানো হবে। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে রুশ গোয়েন্দাদের সন্দেহজনক সম্পর্ক রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘তিনজন আমেরিকান নাগরিক এবং একজন আমেরিকান গ্রিন কার্ডধারী যারা অন্যায়ভাবে রাশিয়ায় বন্দি ছিলেন তারা অবশেষে দেশে ফিরে আসছেন: পল হুইলান, ইভান গার্শকোভিচ, আলসু কুরমাশেভা এবং ভ্লাদিমির কারা-মুর্জা।’
ঢাকা/শাহেদ