সিআইয়ের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ বন্দির প্রথম ছবি প্রকাশ

হালকা-পাতলা গড়ন, চুল ছোট কিন্তু মুখভর্তি দাড়ি। একটি ক্লিনিক্যালি উজ্জ্বল ঘরে তার কব্জি বেঁধে রাখা হয়েছে। তবে তিনি নগ্ন। এটি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ বন্দির প্রথম প্রকাশিত ছবি।
ক্যামেরার দিকে তাকিয়ে থাকা লোকটি হলেন আম্মার আল-বেলুচি। গুয়ানতানামো বেতে থাকা পাঁচজন ব্যক্তির একজন তিনি, যাকে মার্কিন সরকার ৯/১১ হামলার পরিকল্পনার জন্য অভিযুক্ত করেছে। বুধবার পেন্টাগন ঘোষণা করেছে যে পাঁচজনের মধ্যে তিনজন (এদের মধ্যে বেলুচি নেই) সব অভিযোগের জন্য দোষ স্বীকার করতে সম্মত হয়েছে এবং সম্ভাব্য মৃত্যুদণ্ড এড়াতে পারবে তারা।
বেলুচিকে প্রথমে ২০০৩ সালের এপ্রিল মাসে পাকিস্তানের করাচিতে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে গোপনে তাকে স্থানান্তর করা হয়েছিল। ওই বছরের মে থেকে ২০০৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সিআইয়ের পাঁচটি ব্ল্যাক সাইটে স্থানান্তর করা হয়। সর্বশেষ তাকে গুয়ান্তানামোতে রাখা হয়। অবশ্য এখনও তাকে কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়নি।
বেলুচির এই ছবিটি তারা আইনজীবীরা ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দিয়েছে। এই ছবিটি ২০০৪ সালের প্রথম দিকের বলে মনে করা হয়। ওই সময় তার বয়স ছিল ২৬ বছর। ছবিটি সম্ভবত রোমানিয়ার বুখারেস্টে সিআইএ-র ব্ল্যাক সাইটে তোলা হয়েছিল।
সিআইএ তাদের ব্ল্যাক সাইট এবং তাদের হেফাজতে আটকদের প্রায় ১৪ হাজার ছবি তুলেছিল। এই ছবিগুলো ২০১৫ সাল পর্যন্ত জনসাধারণের কাছ থেকে লুকানো ছিল। কিন্তু গুয়ানতানামো বন্দিদের প্রতিনিধিত্বকারী আইনজীবীরা বছরের পর বছর ধরে সামরিক আদালতের কঠোর গোপনীয় পদ্ধতির বিরুদ্ধে মামলা করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে সিআইএ সম্প্রতি এসব গোপন নথি ও ছবি প্রকাশ শুরু করেছে।
ঢাকা/শাহেদ