ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপর্যস্ত হিমাচল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২ আগস্ট ২০২৪  
বিপর্যস্ত হিমাচল

বৃষ্টি আর ধসে যখন বিপর্যস্ত হিমালয় অঞ্চলের রাজ্য হিমাচল, তখন শুক্রবার সকালে সেখানে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। রাজ্যের লাহুল-স্পিতিতে কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া ধস এবং বৃষ্টির জেরে নিহতের সংখ্যা ৩৩ এ পৌঁছেছে।

রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ২। অবশ্য্র এই কম্পনের জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু বৃষ্টি আর ধসে যখন নাজেহাল এই রাজ্য, তার মধ্যেই ভূমিকম্পের ঘটনা আতঙ্ক বাড়িয়েছে। 

গত কয়েক দিন ধরেই হিমাচলের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বুধবার বৃষ্টির পরিমাণ আরো বাড়ে। শিমলা, মান্ডি ও কুলুতে প্র্রবল বৃষ্টির ফলে পরিস্থিতি আরও খারাপ হয়। রাজ্যে ধস এবং বৃষ্টির জেরে ইতিমধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ ৫০ জন। অবশ্য্র রাজ্য প্রশাসনের হিসাব বলছে, ১৩ জনের মৃত্যু হয়েছে। শিমলা, মান্ডি ও কুলুতেই সাত জনের মৃত্যু হয়েছে।

শিমলার কাছে রামপুরে প্রবল বৃষ্টির জেরে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এর জেরে নিরমন্ড, সেঞ্জ, মলানা এবং মান্ডির পধরে বহু ঘরবাড়ি ভেসে যায়। সমেজ খুড় নালার জলস্তর বেড়ে যাওয়ায় দু’জনের মৃত্যু হয়। নিখোঁজ হয়ে যান ৩৬ জন। কুলুর মণিকর্ণ এলাকার মলানায় বৃষ্টির জেরে মলানা নদীর বাঁধ ভেঙে যায়। বিপাশা নদী বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়