ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান পদচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১১:৩৫, ৩ আগস্ট ২০২৪
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান পদচ্যুত

অপসারিত বিএসএফ প্রধান ও তার ডেপুটি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান মহাপরিচালক নিতিন আগারওয়াল এবং তার সহকারী বিশেষ মহাপরিচালক (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকে পদচ্যুত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তাদের দুজনকেই রাষ্ট্র ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

নিতিন আগারওয়ালকে গত বছরের জুনে বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত করে দেশটির সরকার। তার সহযোগী খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন। 

ভারতের মন্ত্রীসভার নিয়োগ কমিটির জারি করা পৃথক আদেশে জানানো হয়েছে, এ দুজন কর্মকর্তাতে ‘এই মুহূর্ত থেকে মেয়াদ পূর্ণ করার আগেই’ ফেরত পাঠানো হচ্ছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, কী কারণে তাদের অপসারণ করা হলো তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, গত এক বছর ধরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ক্রমাগত অনুপ্রবেশ বিএসএফের প্রধান ও তার সহকারীকে অপসারণের মূল কারণ।

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের বিষয়ে এটি ভারত সরকারের সবচেয়ে বড় প্রশাসনিক পদক্ষেপ, যার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করা হয়েছে। 

তা ছাড়া পঞ্জাব সেক্টর থেকে ক্রমাগত সন্ত্রাসবাদী অনুপ্রবেশকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে না পারাকেও এই পদক্ষেপের একটি বড় কারণ হিসেবে বিবেচনা করা বিবেচনা করা হচ্ছে। 

ভারতের সীমান্ত বাহিনী বিএসএফে প্রায় ২ লাখ ৬৫ হাজার সদস্য রয়েছে। এই সদস্যরা পশ্চিমে পাকিস্তান সীমান্তে ও পূর্বে বাংলাদেশ সীমান্তে নিযুক্ত রয়েছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়