ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:৫৯, ৩ আগস্ট ২০২৪
ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ ফিলিপাইনের উপকূলে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিন্দানাও দ্বীপের বার্সেলোনা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ১৭ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ফিলিপাইনের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে আফটারশক হতে পারে।

ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থান করছে ফিলিপাইন। আর এই রিং অফ ফায়ারে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ হয় মাঝে মাঝে। সে কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিংবা সক্রিয়তা দেখা দেয়।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়