ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৪৬, ৩ আগস্ট ২০২৪
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন করবে বলে শুক্রবার পেন্টাগন জানিয়েছে। ইরান এবং তার সহযোগী হামাস ও হিজবুল্লাহর হুমকির পর প্রতিরক্ষা জোরদার করতে চাইছে ওয়াশিংটন। 

গত বুধবার তেহরানে এক হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করছে ইরান ও হিজবুল্লাহ। হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্য ও ইউরোপে নৌবাহিনীর অতিরিক্ত ক্রুজার ও ডেস্ট্রয়ার-- পাঠানোর অনুমোদন দিয়েছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের একটি অতিরিক্ত স্কোয়াড্রনও পাঠাচ্ছে।

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলের প্রতিরক্ষার জন্য সমর্থন বাড়াতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। এটি নিশ্চিত করার জন্য অস্টিন মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়