ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

হানিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:০৮, ৩ আগস্ট ২০২৪
হানিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘প্রায় ৭ কেজি ওয়ারহেডসহ একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এবং তার ঘরের বাইরে থেকে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটানোয় তিনি।’

এতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড ‘পরিকল্পিত ও ইহুদিবাদী শাসকদের পরিচালিত’ এবং ‘যুক্তরাষ্ট্রের অপরাধী সরকারের’ সমর্থিত।

আরো পড়ুন:

ইরানের বিপ্লবী বাহিনী জানিয়েছে, হামাস নেতা হত্যাকাণ্ডে তেহরানের প্রতিক্রিয়া ‘কঠোর এবং উপযুক্ত সময়, স্থান ও পদ্ধতিতে’ দেখানো হবে।

প্রসঙ্গত, গত বুধবার তেহরানে এক হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়