ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ইসরায়েলের আরো গভীরে হামলা চালাবে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ৩ আগস্ট ২০২৪  
ইসরায়েলের আরো গভীরে হামলা চালাবে হিজবুল্লাহ

ইরান জানিয়েছে, তাদের প্রত্যাশা লেবাননের তেহরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ ইসরায়েলের আরো অভ্যন্তরে আঘাত হানবে। সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আর সীমাবদ্ধ থাকবে না। শনিবার জাতিসংঘে ইরানি মিশন এ তথ্য জানিয়েছে।

হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর সাথে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করছে। তারা সীমান্তে সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করছে।

ইরানি মিশন বলেছে, ‘আমরা আশা করি... হিজবুল্লাহ আরো লক্ষ্যবস্তু বেছে নেবে এবং (হামলা) এর প্রতিক্রিয়ায় আরও গভীরে আঘাত করবে। দ্বিতীয়ত, এটি সামরিক লক্ষ্যবস্তুতে তার প্রতিক্রিয়া সীমাবদ্ধ রাখবে না।’

আরো পড়ুন:

মঙ্গলবারের হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের মতে, পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে এই হামলায়।

গত বুধবার তেহরানে ইসরায়েলের হামলায় নিহত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এ ঘটনার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েলের ওপর হামলার বিষয়ে শুক্রবার ইরান মধ্যপ্রাচ্যে তার প্রক্সি গ্রুপগুলোর সঙ্গে বৈঠক করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়