ক্রিমিয়ায় রুশ সাবমেরিন ডুবিয়ে দিয়েছে ইউক্রেন
ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ক্রিমিয়ার একটি বন্দরে রাশিয়ান সাবমেরিন ডুবিয়ে দিয়েছে। এ ঘটনা উপদ্বীপে মস্কোর জন্য আরেকটি বড় ধাক্কা হতে পারে বলে রোববার জানিয়েছে সিএনএন।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, সাবমেরিন রোস্তভ-অন-ডনের ওপর শুক্রবার সেভাস্তোপল বন্দরে আঘাত হানা হয়। ‘নৌযানটি ঘটনাস্থলেই ডুবে যায়।’
সিএনএন স্বাধীনভাবে ইউক্রেনীয় বাহিনীর এই দাবি যাচাই করতে সক্ষম হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কথিত হামলার বিষয়ে মন্তব্য করেনি।
বিষয়টি সত্য হলে সাবমেরিন ডুবে যাওয়ার এই ঘটনা রাশিয়ার নৌবাহিনীর ওপর ইউক্রেনের সর্বশেষ আঘাত হবে।
ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, রোস্তভ-অন-ডনের কথিত ক্ষয়ক্ষতি ‘আবারও প্রমাণ করে যে কৃষ্ণ সাগরের ইউক্রেনের আঞ্চলিক জলসীমায় রাশিয়ান নৌবহরের জন্য কোনও নিরাপদ স্থান নেই।’
ঢাকা/শাহেদ