ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি: জয়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ৬ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৩৬, ৬ আগস্ট ২০২৪
শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি: জয়

শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি (শেখ হাসিনা) দেশ ছাড়তে রাজি ছিলেন না, দেশ ছাড়ার বিষয়ে তাকে জোর করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জয়।

আরো পড়ুন:

পড়ুন: শেখ হাসিনার পদত্যাগে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) থাকতে চেয়েছিলেন। তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি। কিন্তু আমরা জোর দিয়েছিলাম যে দেশ তার জন্য আর নিরাপদ নয়। আমরা প্রথমে তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম। তাই আমরা তাকে চলে যেতে রাজি করাই।’

আওয়ামী লীগ সভানেত্রীর ছেলে বলেন, ‘আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি। আপনি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের পরিস্থিতি অরাজক। তিনি ভালো আছেন কিন্তু তিনি খুবই হতাশ। এটা তার জন্য খুবই হতাশাজনক। কারণ বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা স্বপ্ন ছিল তার। তিনি গত ১৫ বছর ধরে এ জন্য কঠোর পরিশ্রম করেছেন।’

পড়ুন: শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না: জয়

জয় বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু এই সময়ে আমাদের দলের নেতাদের টার্গেট করা হলে আমি বুঝতে পারছি না যে কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এককভাবে এটা আর আমার পরিবারের দায়িত্ব নয়। আমরা কী দেখিয়েছি। আমরা দেখিয়েছি যে আমরা বাংলাদেশের কতটা উন্নয়ন করতে পারি। বাংলাদেশের জনগণ যদি দাঁড়াতে না চায় এবং তারা এই সহিংস সংখ্যালঘুদের ক্ষমতা দখল করতে দিতে রাজি হয় তাহলে জনগণ তাদের প্রাপ্য নেতৃত্ব পাবে।’

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

পড়ুন: শেখ হাসিনার দেশত্যাগ, যা বলছে বিশ্ব সংবাদমাধ্যম

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়