ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় ৫ সেনা আহত

ইরাকের আল আসাদ সামরিক ঘাঁটিতে হওয়া হামলায় অন্তত পাঁচ মার্কিন সেনা আহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
রয়টার্সের খবর অনুযায়ী, সোমবার ইরাকের পশ্চিমাঞ্চলের আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। বিমান ঘাঁটির দিকে কাতিউশা নামের দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইরাকি সামরিক বাহিনীর দুটি সূত্র বিষয়টি জানিয়েছে।
একটি সূত্র বলছে, দুটি রকেটই বিমান ঘাঁটির ভেতরে গিয়ে পড়েছে। তবে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে এসব রকেট ছোড়া হয়েছে কিনা, তা স্পষ্ট না।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, আহত আমেরিকানদের মধ্যে একজন গুরুতর জখম হয়েছেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে এসব জানিয়েছেন তারা। এই তথ্য পরে আরও পরিবর্তন হতে পারে।
গত সপ্তাহে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলার শিকার হন। এ ছাড়া লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকরকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল।
এরপরেই ইরান ও তার মিত্ররা ইসরায়েলে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে। এমন শঙ্কায় মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনা ঘটল।
তবে এই হামলার সঙ্গে ইরান তার প্রক্সি সশস্ত্রগোষ্ঠীগুলোর সম্পৃক্ততা আছে কিনা তা জানা যায়নি।
/ফিরোজ/