শেখ হাসিনার বিমানের সুরক্ষায় ছিল ভারতের ২ যুদ্ধবিমান

ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিমানবাহিনীর হিন্ডন ঘাঁটিতে সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ অবতরণ করেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান। তার নিরাপত্তা সুনিশ্চিত করতে আগে থেকেই প্রস্তুত ছিল ভারত। কেমন ছিল সেই নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ?
আনন্দবাজার অনলাইন জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) রাডারগুলো গোটা সময়তেই বাংলাদেশের আকাশে কড়া নজর রেখেছিল। সেই নজরদারি জারি ছিল রাতভর। সন্ধ্যা নাগাদ বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ বিমান অ্যাজাক্স১৪১৩ শেখ হাসিনা ও তার বোন রেহানাকে নিয়ে গাজ়িয়াবাদ পৌঁছায়। ওই বিমানের নিরাপত্তা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাঁটি থেকে বিহার এবং ঝাড়খণ্ডের আকাশে উড়েছিল ১০১ স্কোয়াড্রনের দুটি রাফাল যুদ্ধবিমান। সতর্ক নজর ছিল সেনা ও বিমানবাহিনী প্রধানের।
শেখ হাসিনার ভারতে আগমন ইস্যুতে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষকর্তাদের নিয়ে একাধিক বৈঠকও হয়। হিন্ডন বিমান ঘাঁটিতে শেখ হাসিনাকে স্বাগত জানান খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
প্রসঙ্গত, হিন্ডন এয়ারবেস এশিয়ার মধ্যে বৃহত্তম। বিমান বাহিনীর পশ্চিম এয়ার কমান্ড এই বিমান ঘাঁটির তদারকি করে। একটি সূত্রের দাবি, বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমানে গাজিয়াবাদে নামেন হাসিনা। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা এবং কয়েক জন উচ্চপদস্থ কর্মকর্তা।
গণবিক্ষোভের জেরে সোমবার দুপুরে শুধু প্রধানমন্ত্রিত্ব ছাড়াই নয়, বাংলাদেশও ছাড়তে হয় শেখ হাসিনাকে। দুপুরেই বোন রেহানাকে নিয়ে গণভবন ছাড়েন তিনি।
ঢাকা/শাহেদ