ঢাকা     সোমবার   ২৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৫ ১৪৩২

ভারতে থেকে যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের সুযোগ নেই শেখ হাসিনার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৪২, ৬ আগস্ট ২০২৪
ভারতে থেকে যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের সুযোগ নেই শেখ হাসিনার

আশ্রয় বা শরণার্থী হিসাবে সাময়িক আশ্রয়ের জন্য যুক্তরাজ্যের ভ্রমণের সুযোগ নেই ব্রিটিশ অভিবাসন আইনে। কাউকে আশ্রয়ের আবেদন করতে হলে যুক্তরাজ্যে অবস্থান করেই আবেদন করতে হবে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর মঙ্গলবার এনডিটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, সোমবার ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। আওয়ামী লীগ নেতা লন্ডনে যাওয়ার পথে ভারতের মধ্য দিয়ে ট্রানজিট করার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র এনডিটিভিকে বলেছে, ‘যাদের সুরক্ষা প্রয়োজন এমন লোকদের সুরক্ষা দেওয়ার গর্বিত রেকর্ড রয়েছে যুক্তরাজ্যের। তবে, কাউকে আশ্রয় বা শরণার্থী হিসাবে সাময়িক আশ্রয়ের জন্য যুক্তরাজ্যে ভ্রমণ করার অনুমতি দেওয়ার কোনো বিধান নেই।’

ওই মুখপাত্র বলেন, ‘যাদের আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন তাদের প্রথম নিরাপদ দেশে আশ্রয় দাবি করা উচিত - এটি নিরাপত্তার দ্রুততম পথ।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়