যে দেশে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন শেখ হাসিনা
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে অবতরণ করার পর চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেছে। এখনও পর্যন্ত তার চূড়ান্ত গন্তব্য সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। যুক্তরাজ্য তার আশ্রয় গ্রহণের অনুরোধে স্পষ্টভাবে সাড়া না দেওয়ায় তিনি এখন ভিন্ন গন্তব্যের কথা ভাবছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দুটি দেশ রয়েছে বলে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে।
সোমবার সন্ধ্যায় দিকে ভারতের গাজিয়াবাদের বিমানঘাঁটিতে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে অবতরণ করে একটি উড়োজাহাজ। আপাতত তারা দিল্লিতেই রয়েছেন। মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনাকে তার ভ্রমণ পরিকল্পনার ব্যাপারে সময় দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিনি আপাতত ভারতে থাকতে পারবেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শেখ হাসিনার গন্তব্য ছিল যুক্তরাজ্য। তবে ব্রিটিশ সরকার তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। মঙ্গলবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, আশ্রয় বা শরণার্থী হিসাবে সাময়িক আশ্রয়ের জন্য যুক্তরাজ্যের ভ্রমণের সুযোগ নেই ব্রিটিশ অভিবাসন আইনে। সেই হিসাবে হয়তো যুক্তরাজ্যে আশ্রয় পাচ্ছেন না শেখ হাসিনা।
দ্য হিন্দু জানিয়েছে, যুক্তরাজ্য সাড়া না দেওয়ায় শেখ হাসিনা এখন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের মতো দেশগুলোর কথাও ভাবা হচ্ছে।
এদিকে, মঙ্গলবার ব্রিটিশ মানবাধিকার কর্মী ও অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান এবং ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সেই হিসাবে হয়তো সৌদি আরব কিংবা আমিরাতকে আশ্রয়ের জন্য বেছে নিতে পারেন আওয়ামী লীগ সভাপতি।
ঢাকা/শাহেদ