ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান পশ্চিমবঙ্গ পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:০১, ৭ আগস্ট ২০২৪
বাংলাদেশ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান পশ্চিমবঙ্গ পুলিশের

ছাত্র-জনতার চরম আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। এরপর উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে বিভিন্ন জায়গায় তার দলের নেতা-কর্মীদের ওপর হামলা এবং সহিংসতার খবর পাওয়া গেছে। এছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদেরদের অনেকে আক্রান্ত হয়েছেন। এই খবরে উদ্বেগ তৈরি হয় সীমান্তঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গজুড়েও।

তবে যত না খবর, তার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ছড়িয়েছে গুজব। দেশটির কিছু কিছু সংবাদমাধ্যমের অতিরঞ্জিত ভিত্তিহীন সংবাদপ্রচারে দর্শক পাঠকদের মাঝে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিরূপ প্রভাব পড়া শুরু করেছে। এ নিয়ে পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের মাঝে বার্তা দিয়েছে রাজ্য পুলিশ।

মঙ্গলবার রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ লিখেছে, ‘কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থি’।

পশ্চিমবঙ্গ পুলিশ আরও লিখেছে ‘দর্শকদের অনুরোধ, এই ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচারবিবেচনা প্রয়োগ করুন, এবং মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনও নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন’।

সোমবার (৫ আগস্ট) দুপুরে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর সেনাবাহিনী প্রধান দায়িত্ব নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার ঘোষণা দেন।

এদিকে, পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিছিন্ন কিছু ঘটনা ও পুরোনো ঘটনার ফুটেজ অতিরঞ্জিত করে প্রচার করতে শুরু করে, যেখানে বলা হয় শেখ হাসিনা দায়িত্ব ছাড়ার পরপরই হিন্দুদের ওপর নির্যাতন শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।

এর প্রেক্ষিতেই নাগরিকদের সচেতন করতে পশ্চিমবঙ্গ পুলিশ জানায় যে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উস্কানিমূলক খবর ও গুজব ছড়ানো হচ্ছে। সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়