ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুরস্কে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার লড়াই তৃতীয় দিনে গড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ৮ আগস্ট ২০২৪  
কুরস্কে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার লড়াই তৃতীয় দিনে গড়ালো

রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রচণ্ড লড়াই তৃতীয় দিনে গড়িয়েছে। দেশ থেকে ইউক্রেনের বাহিনীকে বিতাড়িত করার প্রচেষ্টা ‘চলমান’ রয়েছে বলে বৃহস্পতিবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

রাশিয়া জানিয়েছে, ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে অন্তত এক হাজার ইউক্রেনীয় বাহিনী মঙ্গলবার সীমান্ত অতিক্রম করেছে।

আরো পড়ুন:

কুরস্কের ডেপুটি গভর্নর আন্দ্রেই বেলোস্টটস্কি বৃহস্পতিবার জানিয়েছেন, চলমান সামরিক সংঘর্ষে অন্তত চারজন নিহত হওয়ার কারণে প্রায় তিন হাজার বাসিন্দাকে অঞ্চলটি থেকে সরিয়ে নিতে হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক যেকোনো ‘সামরিক পদক্ষেপের’ জন্য ‘রাশিয়ার দ্ব্যর্থহীন আগ্রাসন’কে দায়ী করেছেন।

তিনি বলেছেন, ‘যুদ্ধ হল যুদ্ধ, তার নিজস্ব নিয়মের সাথে চলে, যেখানে আগ্রাসী অনিবার্যভাবে সংশ্লিষ্ট ফলাফলগুলো ভোগ করে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্কের সুদজানস্কি ও কোরেনেভস্কি জেলায় ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রগতির চেষ্টা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এবং সামরিক বাহিনীর সম্মিলিতভাবে ব্যর্থ করে দিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, কুরস্কে লড়াই শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ৬৬০ সামরিক কর্মীকে হারিয়েছে। কিয়েভের বাহিনী এই অঞ্চল থেকে পিছু হটতে শুরু করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়