ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরুর আহ্বান ৩ দেশের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:৪২, ৯ আগস্ট ২০২৪
ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরুর আহ্বান ৩ দেশের

ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। একটি যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানিয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।

বিবৃতিতে বলা হয়েছে যে তিনটি দেশ একটি ‘ফ্রেমওয়ার্ক চুক্তি’ তৈরি করেছে যার ‘উপসংহারে কেবল বাস্তবায়নের বিশদটি বাকি ছিল।’

ইসরায়েল বলেছে যে তারা প্রস্তাবিত বৈঠকে আলোচকদের পাঠাবে। হামাস তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।

গত সপ্তাহে হামাসের নেতা ইসমাইল হানিয়াহকে তেহরানে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে। ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এরপর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে।

একটি যৌথ বিবৃতিতে তিনটি দেশ ইসরায়েল ও হামাসকে 1১৫ আগস্ট আলোচনা পুনরায় শুরু করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তারা অবশিষ্ট সমস্ত ফাঁক বন্ধ করতে এবং দ্রুত চুক্তির বাস্তবায়ন শুরু করার আহ্বান জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘মধ্যস্থতাকারী হিসাবে, যদি প্রয়োজন হয়, আমরা একটি চূড়ান্ত সেতুবন্ধন প্রস্তাব উপস্থাপন করতে প্রস্তুত যা অবশিষ্ট সমস্যাগুলোকে এমনভাবে সমাধান করবে যা সব পক্ষের প্রত্যাশা পূরণ করে।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়