ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ সেপ্টেম্বর ট্রাম্প ও কমলার বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ৯ আগস্ট ২০২৪  
১০ সেপ্টেম্বর ট্রাম্প ও কমলার বিতর্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ১০ সেপ্টেম্বর এবিসি চ্যানেলে বিতর্ক করবেন। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প অবশ্য কমলার সঙ্গে আরও দুটি বিতর্কের দাবি করেছেন। তবে কমলার এর সঙ্গে একমত হননি।

আরো পড়ুন:

ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি ৪ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর আরো দুটি বিতর্ক চান। এই দুটি বিতর্কে ফক্স ও এনবিসি চ্যানেলে হওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে হ্যারিস বলেছেন, তিনি ১০ সেপ্টেম্বর বিতর্কের জন্য অপেক্ষা করছেন।

২৭ জুন ট্রাম্পের সঙ্গে বিতর্ক হয়েছিল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের। ওই বিতর্কে ধরাশায়ী হওয়ার পর নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন বাইডেন। গত মাসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নতুন প্রার্থী হিসাবে মনোনয়ন দেয় ডেমোক্রেটিক পার্টি। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়