ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ইউক্রেনে সুপারমার্কেটে রুশ হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ২০:২৬, ৯ আগস্ট ২০২৪
ইউক্রেনে সুপারমার্কেটে রুশ হামলায় নিহত ১০

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কোস্তিয়ানতিনিভকা শহরের একটি সুপার মার্কেটে অন্তত ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। শুক্রবার এ হামলা হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হামলার কারণে মার্কেটে আগুন ধরে গিয়েছিল। তবে আগুন এখন নিয়ন্ত্রণে। কর্মকর্তাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংস হওয়া ভবন থেকে ভারী কালো ধোঁয়ার মেঘ উঠতে দেখা গেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ লিখেছেন, ‘রাশিয়ার সন্ত্রাসীরা একটি সাধারণ সুপারমার্কেট এবং একটি পোস্ট অফিসে হামলা করেছে। ধ্বংসস্তূপের নিচে লোকজন রয়েছে।’ জরুরি পরিষেবাগুলো ধ্বংসস্তূপ থেকে জীবিতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন, একটি এক্স-৩৮ এয়ার-টু-সার্ফেস মিসাইল দিয়ে আক্রমণ চালানো হয়েছিল।

ইউক্রেনের বৃহত্তম বেসরকারি পোস্টাল কোম্পানি নোভা পোশতা জানিয়েছে, সুপার মার্কেটে তাদের কার্গো অফিস হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়