ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

জাপানে একসঙ্গে অনেক পণ্য না কিনতে নাগরিকদের প্রতি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ১০ আগস্ট ২০২৪  
জাপানে একসঙ্গে অনেক পণ্য না কিনতে নাগরিকদের প্রতি আহ্বান

আতঙ্কিত হয়ে একসঙ্গে অনেক পণ্য না কেনার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে জাপানের কর্তৃপক্ষ। বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার পর শনিবার কর্তৃপক্ষ এ আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার জাপানে অল্পমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এরপর কর্তৃপক্ষ জানায়, দেশের দক্ষিণে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। দেশটির ইতিহাসে প্রথমবার এ ধরনের পূর্বাভাস দেওয়ায় জাপানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার টোকিওর একটি সুপার মার্কেটে, ‘ভূমিকম্প-সম্পর্কিত সংবাদের কারণে’ কিছু পণ্যের ঘাটতির জন্য গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে একটি প্ল্যাকার্ড স্থাপন করা হয়েছিল।

আরো পড়ুন:

শনিবার সকালে জাপানি ই-কমার্স জায়ান্ট রাকুটেনের ওয়েবসাইটে পোর্টেবল টয়লেট, সংরক্ষিত খাবার এবং বোতলজাত পানি সবচেয়ে বেশি চাওয়া আইটেমের তালিকায় শীর্ষে রয়েছে। টোকিওতে কিছু বাসিন্দা দুর্যোগের জন্য তাদের প্রস্তুতি বাড়াচ্ছে।

বার কর্মচারী কোকোরো তাকুচি জানিয়েছেন, তিনি বৃহস্পতিবারের কম্পনের পরে বোতলজাত পানি অনলাইনে অর্ডার করেছিলেন।

দেশের কৃষি ও মৎস্য মন্ত্রণালয় জনগণকে ‘অতিরিক্ত পণ্য মজুদ করা থেকে বিরত থাকার’ আহ্বান জানিয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়