ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ইউক্রেনের রাজধানীতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৪৫, ১১ আগস্ট ২০২৪
ইউক্রেনের রাজধানীতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করার সময় রুশ ড্রোনের ধ্বংসাবশেষ একটি ভবনে আঘাত হানলে অন্তত দুজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

রোববার স্থানীয় সময় ভোরে এ তথ্য জানান ইউক্রেনের কর্মকর্তারা। খবর রয়টার্সের।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কমপক্ষে দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন, যা আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলা প্রতিরোধের শব্দের মতো শোনা গেছে। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা রোববার ভোরে জানান, রাজধানীতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক বলেছেন, রাজধানীর ব্রোভারি এলাকায় একটি আবাসিক ভবনে রুশ ড্রোনের ধ্বংসাবশেষে আঘাত হেনেছে। তবে জরুরি পরিষেবা কর্মকর্তাদের দাবি, এটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। এতে ৪ বছর বয়সী এক শিশু ও তার ৩৫ বছর বয়সী বাবা নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েজন আহত হয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎশকো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, ‘দেশের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় আছে। বিমান হামলার সতর্কতা জারি রয়েছে।’

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে লিখেছেন, ‘কিয়েভ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মধ্যে রয়েছে।’

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক টেলিগ্রামে লিখেছেন, ‘রাশিয়া মানুষ হত্যা চালিয়ে যাচ্ছে। এর সামরিক অবকাঠামো ধ্বংস করা প্রয়োজন।’ 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়