ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনা বিমান বাহিনীর কর্মকাণ্ড বেআইনি ও বেপরোয়া: ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ১১ আগস্ট ২০২৪  
চীনা বিমান বাহিনীর কর্মকাণ্ড বেআইনি ও বেপরোয়া: ফিলিপাইন

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দক্ষিণ চীন সাগরে চীনের উসকানিমূলক সামরিক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। রোববার (১১ আগস্ট) এক বিবৃতিতে তিনি স্কারবোরো শোল এলাকায় চীনের বিমান বাহিনীর কর্মকাণ্ডকে ‘অযৌক্তিক’, ‘অবৈধ’ এবং ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবোরো শোল অঞ্চলকে ঘিরে গতকাল শনিবার আবারও বিরোধে জড়ায় চীন ও ফিলিপাইন। গত বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশ সীমানায় দুই দেশের দুই বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনায় শনিবার ম্যানিলা এবং বেইজিং একে অপরকে অভিযুক্ত করে।

২০২২ সালে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রথম ফিলিপাইন নৌবাহিনী বা উপকূলরক্ষী জাহাজের বিপরীতে চীনা বিমানের বিপজ্জনক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ করলেন।

ফিলিপাইনের সেনাবাহিনী জানিয়েছে, চীনা বিমান বাহিনীর দুটি বিমান একটি বিপজ্জনক কৌশল অবলম্বন করে এবং বৃহস্পতিবার সকালে স্কারবোরো শোলের ওপর একটি নিয়মিত টহল পরিচালনাকারী ফিলিপাইনের বিমান বাহিনীর পথে অগ্নিসংযোগ করেছে।

তবে চাইনিজ পিপলস লিবারেশন আর্মির দাবি, ফিলিপাইনের বিমান, চীনের বারবার সতর্কতা সত্ত্বেও, হুয়াংইয়ান দ্বীপের আকাশসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং তাদের প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত করেছে। চীনের নৌ ও বিমান বাহিনী আইন মেনেই শনাক্তকরণ, ট্র্যাকিং, সতর্কতা এবং বিতাড়নের কাজ করেছে।

রোববার (১১ আগস্ট) ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সামাজিক যোগাযাগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে চীনকে সমুদ্র এবং আকাশ উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়