বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ পুণ্যার্থী নিহত
ভারতের বিহারে বাবা সিদ্ধনাথ মন্দিরে পদদলিত হয়ে সাত পুণ্যার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ রয়েছে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, আহতদের চিকিৎসার জন্য মখদুমপুর ও জেহানাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন জেহানাবাদের জেলা ম্যাজিস্ট্রেট অলঙ্করিতা পান্ডে।
সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘জেহানাবাদ জেলার মখদুমপুরে বাবা সিদ্ধনাথ মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে সাতজন মারা গেছে এবং নয়জন আহত হয়েছে। আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
বিহারের জেহনাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দির রাজ্যের অন্যতম জনপ্রিয় শিবমন্দির। শ্রাবণ মাসে এই মন্দিরে বছরের অন্যান্য সময়ের চেয়ে ভিড় বেশি থাকে। আজ সোমবার সকালে মহাদেবের মাথায় পানি ঢালতে মন্দিরে ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। পূজা শেষে সবাই দ্রুত মন্দির থেকে বেরোনোর চেষ্টা করছিলেন। সেসময় ধাক্কাধাক্কি হুড়োহুড়ি পড়ে যায়। এসময় অনেকে ভিড়ের ধাক্কায় পড়ে যান।
তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালো ছিল না। নিরাপত্তা কর্মীরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। একসময় ভিড় বেড়ে যাওয়ায় তারা পুণ্যার্থীদের তাড়া দেন। এমনকি লাঠিচার্জও করা হয়। এতে মন্দির থেকে বেরোনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, গত ২ জুলাই উত্তর প্রদেশের হাতরাসের সিকান্দারারু এলাকায় ভোলে বাবা ওরফে নারায়ণ হরির ‘সৎসঙ্গ’ চলাকালীন পদদলিত হয়ে ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
/ফিরোজ/