ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

যুদ্ধ এখন রাশিয়ার ঘরে ফিরছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৩ আগস্ট ২০২৪  
যুদ্ধ এখন রাশিয়ার ঘরে ফিরছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া অন্যদের কাছে যুদ্ধ নিয়ে গেছে এবং এখন এটি ঘরে তাদের ফিরছে।’ সোমবার রাতে নিয়মিত ভাষণে তিনি এ কথা বলেছেন।

জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার সন্ত্রাসীা যেখানে আছে, যেখান থেকে তারা হামলা চালায় সেখানেই তাদের ধ্বংস করা ন্যায্য।’

তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, এটি শান্তিকে কাছাকাছি আনার জন্য কতটা কার্যকর হতে পারে। পুতিন যদি এমন খারাপভাবে যুদ্ধ চালিয়ে যেতে চান তবে রাশিয়াকে অবশ্যই শান্তিতে বাধ্য করতে হবে।’

আরো পড়ুন:

জেলেনস্কি জানান, কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্ডার সিরস্কি ‘কুরস্ক অঞ্চলে অভিযান’ সম্পর্কে তাকে অবহিত করেছেন এবং রাশিয়ান অঞ্চলের এক হগাজার বর্গ কিলোমিটার এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

গত সপ্তাহে সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণ শুরু করেছিল ইউক্রেন। প্রায় আড়াই বছর আগে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম শত্রুর ভূমিতে এত বৃহৎ আকারে পাল্টা অভিযান চালাচ্ছে কিয়েভ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়