ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

শতাধিক রুশ সেনাকে আটকের দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ১৪ আগস্ট ২০২৪  
শতাধিক রুশ সেনাকে আটকের দাবি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার বাহিনী কুরস্ক অঞ্চল থেকে শতাধিক রুশ সেনাকে আটক করেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এ দাবি করেছেন।

জেলেনস্কি বলেছেন, ‘আমরা কুরস্ক অঞ্চলে অগ্রসর হচ্ছি, দিনের শুরু থেকেই বিভিন্ন এলাকায় এক থেকে দুই কিলোমিটার। আমরা এই সময়ের মধ্যে শতাধিক রুশ সেনাকে বন্দি করেছি।’

কুরস্ক অঞ্চলে অগ্রসর হলেও ইউক্রেনের পূর্বাঞ্চলে জোরদার অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা আমাদের পূর্ব ফ্রন্টকে এক সেকেন্ডের জন্যও ভুলে যাচ্ছি না। আমি কমান্ডার-ইন-চিফকে নির্দেশ দিয়েছি যে আমাদের অংশীদারদের সরবরাহ করা সরঞ্জাম এবং সরবরাহ ব্যবহার করে এই দিকটিকে শক্তিশালী করতে হবে।’

গত সপ্তাহে সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণ শুরু করেছিল ইউক্রেন। প্রায় আড়াই বছর আগে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম শত্রুর ভূমিতে এত বৃহৎ আকারে পাল্টা অভিযান চালাচ্ছে কিয়েভ। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়