ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

পশ্চিমবঙ্গে বন্‌ধ সমর্থনকারীদের হাতে মার খেয়েছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ১৬ আগস্ট ২০২৪  
পশ্চিমবঙ্গে বন্‌ধ সমর্থনকারীদের হাতে মার খেয়েছে পুলিশ

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে ডাকা বন্‌ধ কর্মসূচির সমর্থনকারীদের সরাতে গিয়ে মেদিনীপুর শহরে মার খেয়েছে পুলিশ। 

আনন্দবাজার অনলাইন জানিয়েছে, শুক্রবার ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছিল এসইউসিআই। মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে বাস আটকে ধর্মঘট পালন করছিলেন এসইউসিআইয়ের কয়েক জন সমর্থক। ওই সময় মেদিনীপুর কোতোয়ালি থানার টাউন অফিসার প্রশান্ত কীর্তনিয়া ঘটনাস্থলে যান। ধর্মঘটীদের সরাতে গেলে তর্ক শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে। তার পরেই ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করা হয়। ওই খবর পেয়ে পুলিশ বাহিনী যায়। তার পর বেশ কয়েক জনকে আটক করা হয়। 

মেদিনীপুর কলেজের সামনে সকাল থেকেই আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন এসইউসিআই সমর্থকেরা। তাদের মধ্যে বেশ কয়েক জন কলেজে ঢুকতে চান। তখন তাদের সঙ্গে তর্ক শুরু হয়ে যায় বন্‌ধ বিরোধিতাকারীদের। ওই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের চার জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। 

এ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘সরকার বন্‌ধ-বিরোধী। তাই কলেজে যে সকল সাধারণ পড়ুয়া ঢুকতে যাচ্ছিলেন, তাদের সাহায্য করতে গেলে এসইউসিআই সমর্থকেরা মারধর করেন। আমাদের চার জন আহত হয়েছেন।’

এসইউসিআই জেলা সম্পাদক নারায়ণ অধিকারী বলেন, ‘আরজি করের ঘটনা ন‌্যক্কারজনক। তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছিল। আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা করা হয় ১২ ঘণ্টা বাংলা বন্‌ধের। স্বাভাবিক ভাবে চলছিল বাংলা বন্‌ধ, তৃণমূলের গুন্ডাবাহিনী, বিশাল পুলিশ বাহিনী এসে আক্রমণ করে।’ 

তার দাবি, ‘মেদিনীপুর কলেজ গেটে আমাদের সমর্থক, মহিলা এবং ছাত্রদের উপর আক্রমণ করা হয়েছে। কালেক্টরেট মোড়েও পুলিশ বাহিনী আমাদের উপর চড়াও হয়। আমাদের কর্মীদের মারধর করে। দু’জন ছাত্রী-সহ ১২ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। সঠিক সংখ্যা এখনও বুঝতে পারছি না। তবে এই আন্দোলন এখানে থেমে থাকবে না।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়