ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

কুরস্ক অঞ্চলে শক্তিশালী হচ্ছে ইউক্রেনের সেনারা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ১৭ আগস্ট ২০২৪  
কুরস্ক অঞ্চলে শক্তিশালী হচ্ছে ইউক্রেনের সেনারা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের অবস্থান ‘শক্তিশালী’ করছে। শনিবার তিনি এ কথা বলেছেন।

গত ১১ দিন ধরে কুরস্ক অঞ্চলে হামলা চালাচ্ছে ইউক্রেন। শুক্রবার মস্কো সীমান্ত অঞ্চলের একটি নদীর উপর গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে ইউক্রেন।

শনিবার টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, ইউক্রেনের সেনাপ্রধান অলেক্সান্ডার সিরস্কি ‘কুরস্ক অঞ্চলে আমাদের বাহিনীর অবস্থান শক্তিশালীকরণ এবং স্থিতিশীল অঞ্চলের সম্প্রসারণের বিষয়ে প্রতিবেদন দিয়েছেন।’

আরো পড়ুন:

ইউক্রেনের হাতে বন্দি রুশ সেনাদের উল্লেখ করে তিনি বলেছেন, ‘আজ সকাল পর্যন্ত, আমরা আমাদের দেশের জন্য বিনিময় তহবিল পুনরায় পূরণ করেছি।’

জেলেনস্কি বলেন, ‘আমি সেই সব সেনা ও কমান্ডারদের ধন্যবাদ জানাই যারা রাশিয়ার সেনাদের বন্দি করছেন এবং এইভাবে রাশিয়ার হাতে বন্দি আমাদের সেনা ও বেসামরিক নাগরিকদের মুক্তির কাছাকাছি নিয়ে আসছেন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়