ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনের মধ্যাঞ্চলে ভারী বর্ষণে বন্যা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২০ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৪৫, ২০ আগস্ট ২০২৪
চীনের মধ্যাঞ্চলে ভারী বর্ষণে বন্যা, নিহত ৫০

চীনের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন। খবর চায়না ডেইলির। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ের শেষের দিকে প্রবল শক্তিশালী টাইফুন গেইমির প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয় চীনে। বন্যা ও ভূমিধসের কবলে পড়ে মধ্য চীনের হুনান প্রদেশের জিঝিং শহর। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জিঝিং শহরে বন্যা ও ভূমিধসের ঘটনায় গতকাল সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন।

জিঝিং-এর জরুরি উদ্ধার, পুনরুদ্ধার ও পুনর্গঠন কাজে সহায়তাকারী সংস্থার মতে, আকস্মিক বন্যা ও ভূমিধসে ১ লাখ ২৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং ১১ হাজার ৮৬৯টি বাড়ি ও ভবন ধসে পড়ে। 

চায়না ডেইলি জানিয়েছে, জিঝিং শহরের দুর্যোগকবলিত এলাকার সব প্রশাসনিক গ্রামে প্রাথমিকভাবে সড়ক, বিদ্যুৎ, যোগাযোগ এবং পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। ভুক্তভোগী বাসিন্দাদের সঠিকভাবে পুনর্বাসন করা হচ্ছে। উদ্ধার প্রচেষ্টা ও দুর্যোগপরবর্তী পুনর্গঠনের কাজ চলছে।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়