গাজায় যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু: ব্লিঙ্কেন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব মেনে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এখন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব হামাসকেও মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার (১৯ আগস্ট) নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ব্লিঙ্কেন এসব তথ্য জানান।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেন ব্লিঙ্কেন। এরপর বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েলে প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গঠনমূলক বৈঠক হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব মনে নিয়েছেন। এখন হামাসের দায়িত্ব একই কাজ করা।’
ব্লিঙ্কেন বলেন, ‘ইসরায়েলের বন্দিদের মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে। এটা নির্ণায়ক মুহূর্ত। যুদ্ধবিরতি করে বন্দিদের ঘরে ফেরানোর এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এর থেকে ভালো সুযোগ সম্ভবত আর পাওয়া যাবে না।’
যুদ্ধবিরতি কার্যকরে শুরু থেকেই মধ্যস্থতা করছে কাতার। কাজেই ব্লিংকেন এখন কাতার যাবেন। এবং সেখানে গিয়ে কাতারের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে কথা বলবে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। আর সেটি হলে ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর ১০ মাসে এই নিয়ে নয়বার মধ্যপ্রাচ্য সফর করবেন ব্লিংকেন।
গত বছরের ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি মারা গেলেও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি কোনো পক্ষ।
কয়েক মাস থেমে থাকার পর গত সপ্তাহে আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়। কিন্তু কোনো ফলপ্রসু সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়। তবে যুক্তরাষ্ট্র নতুন করে এই যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা শুরুর জন্য নতুন প্রস্তাব দেওয়ার পর আবারও আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
/ফিরোজ/