ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠিক কতদিন ভারতে থাকবেন শেখ হাসিনা?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২০ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:১৮, ২০ আগস্ট ২০২৪
ঠিক কতদিন ভারতে থাকবেন শেখ হাসিনা?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট থেকে ভারতেই আছেন। তাকে দিল্লির কাছে একটি সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে। আপাতত তিনি ভারতেই থাকবেন বলে জানিয়েছিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

কিন্তু কতদিন ভারতে থাকবেন তিনি এবং তার বোন শেখ রেহানা? সেটা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি জয়। ভারত সরকারের পক্ষেও এখন পর্যন্ত এ নিয়ে কিছু জানানো হয়নি। হাসিনা ঠিক কোন ‘ইমিগ্রেশন স্ট্যাটাসে’ ভারতে রয়েছেন তাও জানানো হয়নি। তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন, না কি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে সেটা নিয়েও সরকারিভাবে কিছু বলা হয়নি। সেই কারণে তার অবস্থানের বৈধতা ঠিক কী এবং সেটা কতদিন বৈধ থাকবে তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরো পড়ুন:

বিবিসি বাংলা-এর প্রতিবেদন অনুসারে, শেখ রেহেনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ তার ব্রিটিশ পাসপোর্ট আছে। তার সুবাদে রেহানা যতদিন খুশি ভারতে থাকতে পারেন। তবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে ‘ডিপ্লোম্যাটিক বা অফিশিয়াল’ পাসপোর্ট ছিল সেটা এখনও বৈধ। তার সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন।

সেই পাসপোর্ট প্রত্যাহৃত না হলে, আরও একমাস তিনি আইনসম্মতভাবে ভারতেই থাকতে পারবেন। তার সেই পাসপোর্ট ‘রিভোকড’ বা প্রত্যাহৃত হলে জটিলতা দেখা দিতে পারে। তা নাহলে এই সময়সীমার মধ্যে ভারতে তার অবস্থান সম্পূর্ণ আইনসম্মত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার এই মুহুর্তে অবস্থানের ভিত্তিটা হল ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ‘সংশোধিত ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্ট’। ২০১৮ সালের ১৫ জুলাই দুই দেশের মধ্যে ওই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। এখনো পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ওই পাসপোর্ট বাতিল করেনি বলেও উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে। তবে, তা বাতিল করা হলে ‘প্ল্যান বি’ প্রস্তুত রাখা হয়ে বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়