ঢাকা     সোমবার   ২৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৫ ১৪৩২

মারা গেছেন বিশ্বের বয়স্ক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ২০ আগস্ট ২০২৪  
মারা গেছেন বিশ্বের বয়স্ক ব্যক্তি

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী মারিয়া ব্রানিয়াস মোরেরা ১১৭ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার মারিয়ার পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দিয়েছে। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এক বিবৃতিতে জানিয়েছে, ১১৭ বছর ১৬৮ দিন বয়সে মারা গেছেন মারিয়া। এই বয়স তাকে ইতিহাসে যাচাইযোগ্য বয়সের অষ্টম বয়স্ক ব্যক্তি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘মারিয়া স্পেনের কাতালোনিয়ার নার্সিং হোমে শান্তিপূর্ণভাবে মারা গেছেন, যেখানে তিনি গত দুই দশক ধরে বসবাস করতেন।’ তিনি সোমবার মারা গেছেন বলে এতে জানানো হয়েছে।

মঙ্গলবার মোরেরার পরিবার তার এক্স অ্যাকাউন্টে মৃত্যুর ঘোষণা দিয়ে একটি পোস্ট প্রকাশ করেছে।

তাতে বলা হয়েছে, ‘তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবে চলে গেছেন: ঘুমের মধ্যে, শান্তিতে এবং ব্যথা ছাড়াই।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়