থাইল্যান্ডে এমপক্স ভাইরাস শনাক্ত
থাইল্যান্ডে এমপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। গত সপ্তাহে আফ্রিকা থেকে আসা একজন ইউরোপীয় ব্যক্তির দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। বুধবার থাইল্যান্ডের একজন রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
রোগ নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক থংচাই কেরাতিহাত্তায়াকর্ন রয়টার্সকে জানান, থাই কর্তৃপক্ষ এটি এমপক্সের ক্লেড ওয়ান ফর্মের মতো বিবেচনা করছে। থাইল্যান্ডে বসবাসকারী ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি ইউরোপের একটি দেশের নাগরিক। তিনি ১৪ আগস্ট আফ্রিকার একটি দেশ থেকে এসেছিলেন।
তিনি জানান, ওই ব্যক্তি ফ্লাইট থেকে আসার পরে খুব কম সময় অন্য ব্যক্তিদের সংস্পর্শে ছিলেন।
থংচাই বলেন, ‘তিনি সন্ধ্যা ৬টার দিকে আসেন এবং পরের দিন ১৫ আগস্ট তিনি হাসপাতালে ডাক্তারের কাছে যান।’
এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, ওই ব্যক্তির দেহে শনাক্ত ভাইরাসটি এমপক্সের ক্লেড ওয়ান ভ্যারিয়েন্ট কিনা তা যাচাই করা হচ্ছে। এর ফলাফল শুক্রবারের মধ্যে জানা যাবে। রোগীর সংস্পর্শে আসতে পারে এমন ৪৩ জনকেও কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে।
ঢাকা/শাহেদ