ঢাকা     বৃহস্পতিবার   ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৮ ১৪৩১

ভারতে ফার্মা কোম্পানিতে বিস্ফোরণ, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২২ আগস্ট ২০২৪  
ভারতে ফার্মা কোম্পানিতে বিস্ফোরণ, নিহত ১৭

ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ফার্মা কোম্পানিতে বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) প্রদেশটির আনাকপল্লের অচ্যুতপুরমের বিশেষ অর্থনৈতিক জোনে এক্সেনসিয়া ফার্মা নামের একটি কোম্পানির প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, প্ল্যান্টটিতে দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন। ভয়াবহ এ বিস্ফোরণটি হয়েছে দুপুরের খাবারের বিরতির সময়। ফলে বেশিরভাগ কর্মী ওই সময় প্লান্টের ভেতর ছিলেন না। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

জেলা কালেক্টর বলেছেন, কোনো চুল্লি বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের ধারণা, বিদ্যুৎ সংযোগ থেকে কোথাও আগুন লেগেছে। দুর্ঘটনার পর প্লান্টের ভেতর ১৩ জন আটকে ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা কালেক্টর।

আজ বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু বিস্ফোরণস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। তিনি দুর্ঘটনার কারণে খুঁজে বের করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়