দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা
দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। এমন সময় ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট হাসপাতালের জরুরি বিভাগকে অচল করে দিতে পারে। শুক্রবার দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশন এই সতর্কবার্তা দিয়েছে।
মেডিকেল ছাত্রদের সংখ্যা বছরে দুই হাজার বাড়ানোর সরকারি পরিকল্পনার প্রতিবাদে ফেব্রুয়ারিতে চাকরি ছেড়ে দিয়েছিলেন ইন্টার্ন এবং আবাসিক চিকিৎসকসহ হাজার হাজার শিক্ষানবীশ চিকিৎসক। এছাড়া জরুরি বিভাগের অনেক চিকিৎসক অতিরিক্ত পরিশ্রম ও অবসাদের কারণে অসাদাচরণ করেছেন বলে অভিযোগ ওঠে। অনেক চিকিৎসক মামলার ভয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। এর ফলে দক্ষিণ কোরিয়ার হাসপাতালগুলোতে এই মুহূর্তে চিকিৎসকের ঘাটতি চলছে।
কেএমএ মুখপাত্র চে ডং-ইয়ং শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সেপ্টেম্বরে কোভিড-১৯ এর সংক্রমণ যখন শীর্ষে উঠবে, তখন রোগীদের ঢেউ বাড়বে এবং চুসেওক (শরৎকালীন ছুটি) ছুটির দিনও রয়েছে যখন অনেক চিকিৎসক ছুটিতে যাবেন, তাই জরুরি বিভাগগুলো ধারাবাহিকভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়া চলতি মাসে কোভিড-১৯ এর সংক্রমণ দেখা দিয়েছে।
ঢাকা/শাহেদ