ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ২৭ আগস্ট ২০২৪   আপডেট: ২২:০৭, ২৭ আগস্ট ২০২৪
তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

রাশিয়া বলেছে, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার সুযোগ করে দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে। এই পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে তা ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই হুঁশিয়ারি দিয়েছেন।

ইউক্রেন ৬ আগস্ট রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে আক্রমণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রাশিয়ার উপর সবচেয়ে বড় বিদেশী আক্রমণ হলো। এ ঘটনায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। 

সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বিদেশী সরবরাহকৃত অস্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণ শিথিল করার জন্য ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে ‘সমস্যা ডেকে আনতে  চাইছে।’

তিনি বলেন, ‘আমরা এখন আবার নিশ্চিত করছি যে আগুন নিয়ে খেলা - এবং শিশুদের ম্যাচ খেলার মতো - বড় হওয়া চাচা-চাচীদের জন্য খুব বিপজ্জনক জিনিস, যাদের কোনো না কোনো পশ্চিমা দেশে পারমাণবিক অস্ত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। আমেরিকানরা দ্ব্যর্থহীনভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কথোপকথনের সঙ্গে সম্পৃক্ত।  ঈশ্বর না করুন, যদি এটি ঘটে তবে ইউরোপকে এককভাবে প্রভাবিত করবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়