ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

ইয়েমেনে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় ৮৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ৩১ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:১৭, ৩১ আগস্ট ২০২৪
ইয়েমেনে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় ৮৪ জনের মৃত্যু

মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশ ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল-হুদায়দায় ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় মৃত্যু বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছে আরও ২৫ জন।

শুক্রবার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছে আল-হুদায়দা প্রদেশ নিয়ন্ত্রণকারী হুতি গোষ্ঠী। খবর আনাদোলু এজেন্সির।

হুতি-সম্পর্কিত সাবা নিউজ এজেন্সি প্রদেশের জরুরি কমিটির বিবৃতিকে উদ্ধৃত করে জানিয়েছে, আগস্টের শুরু থেকে আল-হুদায়দা প্রদেশে বন্যা এবং ভারী বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে এবং ২৫ জন আহত হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বন্যা আল-হুদায়দা শহরের উত্তরের প্রবেশপথ ডুবিয়ে দিয়েছে, শত শত বাড়ি প্লাবিত করেছে, অবকাঠামো এবং কৃষি জমির মারাত্মক ক্ষতি করেছে এবং শহরের বেশ কয়েকটি রাস্তা ভেসে গেছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, আকস্মিক বন্যার কারণে গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ।

ইয়েমেনে ইয়েমেনি সরকার এবং ইরান-সমর্থিত হুতিদের মধ্যে এক দশকব্যাপী সংঘাতে দেশটির অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে দেশটিতে দেখা দিয়েছে গুরুতর মানবিক বিপর্যয়।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়