ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৬৬ হাজার সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ৩১ আগস্ট ২০২৪   আপডেট: ২১:১৩, ৩১ আগস্ট ২০২৪
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৬৬ হাজার সেনা নিহত

ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার ৬৬ হাজারেরও বেশি সামরিক কর্মী নিহত হয়েছে। রাশিয়ান স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা শনিবার এ তথ্য জানিয়েছে।

মিডিয়াজোনা ওপেন সোর্স ডেটা ব্যবহার করে বিবিসি রাশিয়ান সার্ভিসের সাথে একযোগে নিহত সেনাদের একটি তালিকা তৈরি করছে।

এর আগে এপ্রিলে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, তারা নিহত রাশিয়ানদের ৫০ হাজারেরও বেশি নাম খুঁজে পেয়েছে।

আরো পড়ুন:

মিডিয়াজোনা শনিবার বলেছে, ‘৩০ আগস্ট পর্যন্ত, আমরা যুদ্ধে নিহত ৬৬ হাজার ৪৭১ রাশিয়ান সেনার নাম জানি।’

তালিকায় গত চার সপ্তাহে নামরে সংখ্যা চার হাজার ৬০০ এরও বেশি বেড়েছে। অবশ্য অনেক সেনার মৃত্যুর তথ্য জনসমক্ষে প্রকাশ না করায় তার নির্দিষ্ট পরিসংখ্যান নেই।

মিডিয়াজোনার একজন সাংবাদিক আনাস্তাসিয়া আলেকসেইভা জোর দিয়েছিলেন যে সর্বশেষ মৃত্যুর সংখ্যা ‘কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আক্রমণ বা পূর্বে রাশিয়ার অগ্রগতির সাথে যুক্ত নয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়