ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

চীনা ভাষায় অনর্গল কথা বলতে পারে পুতিনের পরিবারের সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২ সেপ্টেম্বর ২০২৪  
চীনা ভাষায় অনর্গল কথা বলতে পারে পুতিনের পরিবারের সদস্যরা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তার পরিবারের তরুণ সদস্যরা সাবলীলভাবে চীনা ভাষায় কথা বলে। সোমবার একটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের তিনি এ কথা বলেছেন।

পুতিন অবশ্য শিশুদের বলেছেন, চীনাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সত্ত্বেও তাদের ইংরেজির গুরুত্ব ভুলে যাওয়া উচিত নয়।

সাবেক স্ত্রী লিউডমিলার ঘরে পুতিনের দুটি কন্যা রয়েছে।তারা রাশিয়ান, ইংরেজি, জার্মান ও ফরাসি ভাষায় কথা বলে। ২০১৪ সালে লিউডমিলার সঙ্গে পুতিনের বিচ্ছেদ হয়। অবশ্য পুতিন তার পরিবার সম্পর্কে খুব কমই কথা বলেন। রুশ সংবাদমাধ্যম অনুসারে, তার কমপক্ষে তিন নাতি-নাতনি রয়েছে। 

আরো পড়ুন:

মস্কো থেকে প্রায় চার হাজার ৫০০ কিলোমিটার পূর্বে টুভার কিজিলের ২০নং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুতিন বলেন, ‘আমার পরিবারের কিছু সদস্য, ছোট বাচ্চারাও চীনা ভাষায় কথা বলে - তারা এটি সাবলীলভাবে বলে।’

চীন ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান হারে অংশীদারিত্ব বাড়ছে। এরই মধ্যে ম্যান্ডারিন পছন্দের একটি বিদেশী ভাষা হিসাবে রাশিয়াজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। 

পুতিন অনর্গল জার্মান বলতে পারেন। তিনি অবশ্য ইংরেজির জন্য পাঠও নিয়েছেন। 

শিক্ষার্থীদের তাই তিনি জানিয়েছেন, ছাত্রদের ইংরেজির গুরুত্ব ভুলে যাওয়া উচিত নয়।

পুতিন বলেন, ‘ইংরেজি একটি মহান ভাষা, এটি জ্ঞানকে একত্রিত করারও সংস্কৃতির ক্ষেত্রে মানুষকে একত্রিত করার ক্ষেত্রে মানবতাকে অনেক কিছু দিয়েছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়