ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

জনশুমারির ঘোষণা মিয়ানমারের জান্তাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ২ সেপ্টেম্বর ২০২৪  
জনশুমারির ঘোষণা মিয়ানমারের জান্তাপ্রধানের

আগামী মাস থেকে মিয়ানমারে জনশুমারি শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। ২০২৫ সালের জাতীয় নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য এই জনশুমারির তথ্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সামারিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং।

রোববার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেনারেল মিন অং। বৈঠক শেষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি জানিয়েছেন, আগামী ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মিয়ানমারজুড়ে জনশুমারি ও ভোটার তালিকা হালনাগাদের কাজ চলবে।

তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহনের ভিত্তিতে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের আয়োজন করা। নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার জন্য জনসংখ্যা ও ভোটার তালিকা হালনাগাদ থাকা প্রয়োজন। আমরা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কাজটি শেষ করতে পারব বলে আশা করছি।’

আরো পড়ুন:

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর জান্তা প্রধান কয়েকবারই নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আজও সেই নির্বাচন হয়নি। নির্বাচনের নামে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ বেশ কয়েকটি দল বিলুপ্ত করে দিয়েছে।

বাস্তবতা হল, বিদ্রোহীদের হামলার কারণে সামরিক বাহিনী সমগ্র দেশের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে অক্ষম। অনেক পর্যবেক্ষকের মতে, নির্বাচনের ঘোষণার উদ্দেশ্য হল মানুষকে উল্টোটা বিশ্বাস করানো।

বিশেষজ্ঞদের একটি স্বাধীন গ্রুপ স্পেশাল অ্যাডভাইজরি কাউন্সিল ফর মিয়ানমারের মে মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, সামরিক বাহিনীর দেশটির মাত্র ১৪ শতাংশ ভূখণ্ডের স্থায়ী নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে প্রতিরোধ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ৩৪ শতাংশ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়