ঢাকা     রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩১ ১৪৩১

ইসরায়েলে ৩০টি অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ২ সেপ্টেম্বর ২০২৪  
ইসরায়েলে ৩০টি অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য

ইসরায়েলে ৩০টি অস্ত্র রপ্তানি লাইসেন্স অবিলম্বে স্থগিত করতে যাচ্ছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি বন্দিদের সাথে আচরণ এবং গাজায় ত্রাণ সরবরাহ সংক্রান্ত মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহার করা হতে পারে এমন একটি ‘স্পষ্ট ঝুঁকি’ পর্যালোচনার পরে ব্রিটিশ লেবার সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোনসহ সামরিক বিমানের সরঞ্জামগুলো এই স্থগিতাদেরশের আওতায় থাকবে।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর দুই মাসের পর্যালোচনায় গাজার সংঘাতে ইসরাইল যেভাবে নিজেদের পরিচালনা করেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানি লাইসেন্সগুলো গাজার ধ্বংসযজ্ঞে ভূমিকা রেখেছে কিনা সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে ধ্বংসের মাত্রা এবং বেসামরিক মৃত্যুর সংখ্যা বড় উদ্বেগ সৃষ্টি করেছে বলে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়