ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

মিশরের বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ ‘ভিত্তিহীন’, জর্ডান-কাতারের কড়া জবাব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:২২, ৪ সেপ্টেম্বর ২০২৪
মিশরের বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ ‘ভিত্তিহীন’, জর্ডান-কাতারের কড়া জবাব

মিশরের বিরুদ্ধে করা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান এবং কাতার। নেতানিয়াহু অভিযোগ করেছিলেন, মিশরীয় সীমান্ত দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের কাছে অস্ত্র পাচার করা হচ্ছে।

আনাদোলু এজিন্সের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জর্ডান ও কাতার উভয়ই মিশরের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মিশর বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নেতানিয়াহুর এ ধরনের ভিত্তিহীন অভিযোগ কেবল এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে।’

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে মিশরের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলেছে, ‘মিশর সবসময় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেতানিয়াহুর এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এবং এটি কেবলমাত্র সংঘাতের সমাধানকে জটিল করে তুলবে।’

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়